করোনায় কর্মহীন মানুষের পাশে পুলিশ
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
হারুন অর রশিদ, বাউফল: পটুয়াখালীর বাউফলে নোভেল করোনায় কর্মহীন শ্রমজীবি ও অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ। পুলিশ শুধু আইনের রক্ষক নয় মানবতার জন্য, সম্প্রতি এমন দৃষ্টান্ত স্থাপন করে মানুষের পাশে দাড়িয়েছে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্য মো: মহিবুল্লাহ।
প্রধানন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সরকারের পাশাপাশি মানবিক বিবেচনায় গতকাল বুধবার কাছিপাড়া, আয়লা ও রাজনগর এলাকার রিক্সা চালক, চা দোকানদার, দিনমজুর ও ভিক্ষুকদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল,২কেজি পিয়াজ,১কেজি রোসন , ১কেজি তৈল, ও ১ টি করে সাবান বিতরন করেন। এ সময় অন্যান্নের মধ্যে এ এস আই রাশেদুল ও এ এস আই সালাম উপস্থিত ছিলেন।