বাউফলে “স্বপ্নছোয়া”‘র খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
হারুন অর রশিদ, বাউফল: পটুয়াখালীর বাউফলে “স্বপ্নছোয়া” নামের কিশোর কিশোরীর অনলাইন সংগঠনের উদ্দোগে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে বেকার শ্রমজীবি দরিদ্রদের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ব্উাফল পৌর এলাকার শেরে বাংলা সড়ক থেকে হাসপাতাল পর্যন্ত এলাকায় সংগঠনের এম ডি আবু নাঈমের নেতৃত্বে পথচারীদের মাঝে মাস্ক ও সাবান বিতরন করা হয়।
বেকার শ্রমজীবি দরিদ্রদের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, আধাকেজি ডাল, আধাকেজি তেল , আধা কেজি পিয়াজ ও ১টি করে সাবান বিতরন করা হয়েছে। মোট ২০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সাহায্য বিতরন কালে অন্যান্নের মধ্যে তানজিলা, রাসেল, শাকিল, সাগর, মাসুদ, বিধান প্রমুখ উপস্থিত ছিলেন।