মহিপুরে ১১বছরের শিশুকে ধর্ষন চেষ্টা, শালিশ বৈঠকে জরিমানা ও বেত্রাঘাত
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে পঞ্চম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য গ্রাম্য শালিস বৈঠক ডেকে দুই সন্তানের জনক ধর্ষন চেষ্টাকারী কালাম বেপারীকে ১০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন মহিপুর সদর ইউপি সদস্য আবদুস সোবাহান।
মঙ্গলবার রাতে মহিপুর থানার নজিবপুর গ্রামে এঘটনা ঘটে। ওই ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, সোমবার শেষ বিকালে বাড়ির উঠানে খেলার সময় প্রতিবেশী কালাম বেপারী ওই শিশুটিকে ডেকে ঘরে নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ডাক চিকৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষন চেষ্টাকারী কালাম বেপারী পালিয়ে যায়।
এ বিষয়ে ইউপি সদস্য আবদুস ছোবাহান শালিস বৈঠক ও ধর্ষন চেষ্টার বিষয়টি অস্বীকার করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।