স্বামীকে সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা
প্রকাশিত : ১ এপ্রিল ২০২০
করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের পাশে দাড়ালেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। স্বামী সানাউল্লাহ নূর সাগরকে নিয়ে অসহায় ২০০ পরিবারের মধ্যে নিজ হাতে তুলে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এ দম্পতির সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’-এর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকা ও আশে-পাশের অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন তারা।
সালমা বলেন, ‘বর্তমানে দিনমজুরেরা বেশি বিপদে পড়েছেন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। দেশের মানুষের প্রতি আহ্বান, তারাও যেন পাশের বাড়ির মানুষটি কেমন আছেন সেই খোঁজ নেন। অসহায়দের সহায়তা করেন। করোনা মোকাবিলায় হোম কোয়ারেন্টাইনে আছেন গোটা দেশের মানুষ। এতে করে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষগুলো । তাদের পাশে দাড়িয়েছেন শোবিজের তারকারাও।