করোনা আতঙ্কে এবার ঢাকা ছাড়ছেন জাপানি নাগরিকরা
প্রকাশিত : ১ এপ্রিল ২০২০
করোনাভাইরাস আতঙ্কে এবার ঢাকা ছাড়ছেন প্রায় ৩২৫ জাপানি কূটনীতিক ও নাগরিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন।
বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (ক্যাব)। জাপান দূতাবাসের মাধ্যমে দেশটির নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ। গত ৩০ মার্চ একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৩৫৬ মার্কিন নাগরিক ও কূটনীতিক।