শৈলকুপা পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে ৪’শ দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:  ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় ৪’শ দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে সকল ওয়ার্ডে অসহায়, দরিদ্র ও দিনমুজুরদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল। এছাড়া চালের সাথে ডাল, তেল, আলু , লবন, সাবান সহ অন্যান্য সামগ্রীও দেয়া হয়েছে । আজ দুপুরে পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের মধ্যে বিতরণ করা হয় ।

এসময় শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কমিশনার আবুল কালাম আজাদ, কমিশনার শওকত হোসেন, সাবেক কমিশনার খাইরুল ইসলাম মুকুল, শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ, সাংবাদিক আব্দুর রহমান মিল্টন সহ ¯’ানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। করোনা ভাইরাস মোকাবেলায় নানা পদক্ষেপে অনেকটা বেকার ও কর্মহীন হয়ে পড়েছে দারিদ্র মানুষ । এমন অব¯’ায় অভাবী মানুষগুলো এসব খাদ্য সামগ্রী পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

আপনার মতামত লিখুন :