গলাচিপায় চিকিৎসক ও ইউপি চেয়ারম্যানদের সুরক্ষা সরঞ্জাম বিতরণ
প্রকাশিত : ১ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ৫ সেট সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। সুরক্ষা সরঞ্জামের মধ্যে হ্যান্ড থার্মাল স্ক্যানার, সুরক্ষা পোশাক, চোখের সুরক্ষায় চশমা, হ্যান্ড গ্লাস ও মাস্ক রয়েছে।
এছাড়া গলাচিপা উপজেলার ১২জন ইউনিয়ন চেয়ারম্যানদেরকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন প্রমুখ।