খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মানবতার বাজার
প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে রমজান ও ঈদকে সামনে রেখে মানবতার বাজার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে গুইমারা রিজিয়নের সেন্ট্রাল ফিল্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।
পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনীর এ ধরনের আর্তসামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। মানবতার বিভিন্ন স্টল থেকে ৫ শতাধিক পাহাড়ি বাঙালি ইচ্ছা মাফিক পণ্য নেন। মানবতার বাজারে ছিল চাল, ডাল, তেল, চিনি ও সেমাই। সেনাবাহিনীর মানবিক এ কার্যক্রমে খুশি হতদরিদ্র ও অসহায় সুবিধাভোগীরা।