ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ অভিনেত্রী জয়া

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় ফিল্মফেয়ার বাংলায় ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন দুই বাংলার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। গত সোমবার কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ফ্যাশনের ঝলক তুলেছেন জয়া। পুরস্কার জেতার এই খবর জয়া নিজেই জানিয়েছেন তার ফেইসবুকে।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’।সেখানে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জিতে বাজিমাত করেন জয়া। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন জয়া।

অভিনেতী বলেন, ফিল্মফেয়ার আমাকে সবসময় বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায়’ ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন জয়া।

গত দেড় দশকে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয়ের জন্য জয়া ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায়’ টানা সাতবার মনোনয়ন পেয়েছেন, তার ঝুলিতে গেছে চারটি ফিল্মফেয়ার।

এবারের রোজার ঈদ ঘিরে জয়ার ওয়েব সিরিজ আসছে। নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’নামের ওই সিরিজে জয়া প্রধান চরিত্রে অভিনয় করছেন। সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ মার্চ।

নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে ২০১০ সালে জয়া নাম লেখান বড় পর্দায়। এর আগে মডেল এবং টেলিভিশন নাটকে পাওয়া যেত তাকে। অবশ্য ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ছোট একটি চরিত্র তিনি করেছিলেন।

২০১০ সালের পর জয়ার সিনেমা ক্যারিয়ার মূলত গড়ে ওঠে কলকাতায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

গেল বছরের শুরুতে ও শেষে মুক্তি পায় জয়ার ‘পেয়ারার সুবাস’ ও ‘নকশি কাঁথার জমিন’ সিনেমা। চলতি বছরের জানুয়ারিতে নির্মাতা নুহাশ হ‌ুমায়ূনের ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় মৌসুম ‘২ষ’ সিরিজের শেষ পর্ব বেসুরাতে ছোট একটি চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে।

আপনার মতামত লিখুন :