গলাচিপায় সংসদ সদস্য এসএম শাহজাদার খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ১ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র স্বল্প আয়, গরীব দুস্থ্য মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের এম,পি এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে গলাচিপা উপজেলার আমখোলা, গোলখালী, গলাচিপা সদর ইউনিয়ন, ডাকুয়া, চিকনিকান্দী ও বকুলবাড়ীয়ায় হত দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় এমপি’র সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইনসহ আ’লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসএম শাহজাদা (এমপি) বলেন, মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান, তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের সুরক্ষায় স্বল্প আয়ের ও হতরিদ্রদের নিরাপদে ঘরে থাকা এবং তাদের জীবিকার জন্য খাদ্য সামগ্রী পর্যায় ক্রমে পৌছে দেওয়া হবে। এ ছাড়া জনসমাবেশ না করার অনুরোধ করেন তিনি।