আগৈলঝাড়ায় আছিয়া ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষকদের দ্রæত ফাঁসি কার্যকর ও দেশব্যাপী সকল ধর্ষণ- নিপীড়নের বিচারের দাবিতে সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।

আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তারের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, জেলা মহিলা দলের সদস্য রাশিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিয়া খানম, উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজ শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, এনায়েত খান মনু ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম সরদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :