করোনা প্রভাবে কর্মহীন খেটে খাওয়া মানুষদের পাশে শরিফুল হক?
প্রকাশিত : ১ এপ্রিল ২০২০
সংবাদ নারায়ণগঞ্জ: প্রানঘাতি করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশের মত নারায়ণগঞ্জেও যখন অচলাবস্থা, খেটে খাওয়া মানুষ গুলো যখন বেকার হয়ে দিশেহারা তখন সেই সকল খেটে খাওয়া মানুষদের সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন ফতুল্লা থানা ছাত্রীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক। (৩১ মার্চ) মঙ্গলবার দুপুরে ফতুল্লার বিভিন্ন এলাকায় ৫০০ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি সয়াবিন তেল ও একটি হাত ধোয়ার সাবান এবং নগদ অর্থ বিতরণ করেন।
এসময় আবু মোঃ শরিফুল হক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীকে করোনা ভাইরাস থেকে সতর্ক ও নিরাপদ থাকার আহবান জানিয়েছেন। সরকারের নির্দেশ অনুযায়ী সতর্কতা অবলম্বনসহ অযথা বাইরে চলাফেরা না করতে এবং সবাইকে জনসমাগম থেকে এড়িয়ে চলার জন্য আহবান জানাচ্ছি। আল্লাহর নিকট প্রার্থনা করুন যে আল্লাহ আমাদেরকে এই মহামারি থেকে রক্ষা করে। শুধু সচেতনতাই পারে আমাদেরকে রক্ষা করতে।
তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাসের দূর্যোগকালীন সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে গরীব, অসহায়, দুঃস্থ ও নি¤œ আয়ের মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র কেউ যেন না খেয়ে না থাকে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
শরিফ বলেন, আমার নেতা নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ শামীম ওসমানের নির্দেশ দুর্যোগে মানুষের পাশে থাকা। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে। আর ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, কাজল চৌধুরী, সরকার মোঃ কনক, রাশের চৌধুরী, মোঃ রাসেল , উজ্জল, নিহাদ চৌধুরী, আশরাফুল, নুর নবী প্রমুখ।