স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর ইফতার-মাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি: স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর সভাপতি কবি এম.এ রউফ এর আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে গত ১৪ মার্চ শুক্রবার শমসেরনগর রোড়স্থ চৌধুরী ক্যাফে। স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর সভাপতি কবি এম.এ রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শহীদুল ইসলাম শাহনূর এর এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলানা মোফাজ্জল মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন-বিশিষ্ট শিশু সাহিত্যিক ও প্রকাশক মহিদুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ। উপস্থিত অথিতিসহ নেতৃবৃন্দ স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর সহকারী সম্পাদক কবি মোহাম্মদ দিলু, সহযোগী সম্পাদক কবি মুহাম্মদ গৌছুজ্জামান, সহযোগী সম্পাদক কবি মোহাম্মদ আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক কবি সাইফুল্লাহ খালেদ, মো: মঞ্জুরুর আলম, রাসেদা বেগম নিলি বেগম, মো: লোকমান খান নবীন প্রমুখ।