কলাপাড়া উপজেলা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫

ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইস্কাটন পুলিশ কনভেনশন হলে শনিবার (১৫ মার্চ )অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি)। তিনি তার বক্তব্যে কলাপাড়া উপজেলা সমিতিসহ উপজেলার উন্নয়নে যে কোন প্রকার সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক বিচারপতি এ এম বশির উল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব ও কলাপাড়া উপজেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান , সাবেক সচিব মো. আয়ুব মিয়া। উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন তার বক্তব্যে, কলাপাড়া উপজেলা সমিতির কার্যক্রম আরো বেগবান করতে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম’র সভাপতি মুন্সী শহীদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জল, তমা গ্রুপের ডিজিএম(মেকানিক্যাল) অরবিন্দ পাইক । এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলা ভিশন এর বিশেষ প্রতিনিধি মো. মহিবুল্লাহ (মহিব), কুয়াকাটা নিউজ’র প্রকাশক ও প্রধান সম্পাদক: কামাল হোসেন খান, দৈনিক দর্পণ প্রতিদিনের নিউজ এডিটর গণেশ চন্দ্র হাওলাদার, দৈনিক সরেজমিন বার্তা’র নিজস্ব প্রতিবেদক মোঃ রিপন হাওলাদার।

ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি মো: জাহাঙ্গীর আলম এর পরিচালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো:ফেরদৌস আলম। তিনি তার সমাপনী বক্তব্যের একপর্যায়ে সমিতির নিজস্ব কার্যালয়ের বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। দলমত নির্বিশেষে সবাই কলাপাড়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গিকার করেন।

দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান মেজবাহ, এসময় কলাপাড়া উপজেলা সমিতির সার্বিক উন্নতি ও সদস্যগণের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে উপজেলার বিশিষ্টজনসহ সমিতির সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :