আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কলাপাড়ায় মানববন্ধন
প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন এর আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন পরিবেশ-প্রতিবেশ নিয়ে কাজ করা পরিবেশ কর্মী সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা আন্দারমানিক নদী সহ সকল নদীর সীমানা নির্ধারন এবং দখল দূষন বন্ধের দাবি জানান।