ঢাকা থেকে অটহৃত ব্যবসায়ি হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

প্রকাশিত : ১১ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জের নিঝুড়ি গ্রামস্থ ধানক্ষেত থেকে হাতপা বাধা উদ্ধার হওয়া মরদেহ ভিকটিম ও ঢাকাস্থ মোবাইল এক্সসোরিজ ব্যবসায়ী কামাল হোসেনের মুত্যু রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃত আসামীরা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী রাসেল হোসাইন(২৫), নাসিদুর জামান নসিব(২৩) কফিলুর রহমান। মঙ্গলবার বেলা ১২ টা দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ পিপিএম ।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, বরিশাল জেলার গৌরনদী এলাকার মামলার ভিকটিম মোঃ কামাল হোসেন ধানমন্ডি এলাকায় মোবাইল এক্সসোরিজ ও সমবায় সমিতি পরিচালনা করে জীবিকা নির্বাহ করতো। একই সাথে সে আদম ব্যবসায়ে জড়িতে পড়ে। তারই দোকানের কর্মচারী করিমের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী থানার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা গ্রহন করে। কিন্ত সে টাকা নেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ এই যুবকদের ইতালি পাঠাতে ব্যর্থ হয়। এদিকে যুবকদের টাকাও দেয়না।

এতে ক্ষুব্দ হয়ে হয়রানীর শিকার যুবকেরা গত ২৩ ফেব্রয়ারি কামাল হোসেনকে ধানমন্ডি থেকে মাইক্রোবাসে করে অপহরন করে হত্যার পরে মরদেহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামে ফেলে রেখে যায়। ২৪ ফেব্রয়ারি ভিকটিমের মরদেহ রায়গঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। পরে খবর পেয়ে ভিকটিমে ভাই আসাদুজ্জামান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি পিবিআই তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনসহ ঘটনায় জড়িত তিন জনকে কুড়িগ্রাম থেকে আটক করে এবং অন্যান্য আসামীদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছেও বলে জানান পুলিশ সুপার।

আপনার মতামত লিখুন :