কাফির বাড়িতে আগুনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
প্রকাশিত : ১১ মার্চ ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন- শাহাদাত হাওলাদার (২২) ও মো. মাহফুজ মোল্লা (২১)।
এর আগে গেলো ৫ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় ফেসবুক ও ইউটিউবে নুরুজ্জামান কাফির তৈরি বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে প্রতিশোধ নিতেই তার বাড়িতে আগুন দেয় আসামিরা। সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ১২ ফেব্রুয়ারি রাতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার ঘটনায় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয় তথ্য-উপাত্তের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে শনাক্ত করা হয়। তাদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। রোববার রাতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে। তারা বরিশালের একটি কলেজে অনার্সের ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পুলিশ সুপার আরও বলেন, গত ১১ ফেব্রুয়ারি অভিযুক্ত মো. শাহাদাত হাওলাদার ও মো. মাহফুজ মোল্লা বরিশাল থেকে রাত ৮টার দিকে বাসযোগে বরগুনার আমতলি এলাকায় বান্দুরা স্ট্যান্ডে আসে। সেখানে তাদের পরিচিত একটি দোকান থেকে ৫০০ টাকার ডিজেল কিনে। তারপর ভাড়া করা একটি মোটরসাইকেলে কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায় গিয়ে কাফির বাড়ির আশেপাশে অবস্থান নেয়। পরে সুবিধামতো সময়ে রাতের আধারে কাফিদের বসতঘর ও রান্না ঘরের দেয়ালে, চালেসহ বিভিন্ন জায়গায় ডিজেল ছিটিয়ে দেয় তারা। কেউ যাতে তাদের ধরতে না পারে এজন্য বাড়ির পেছনের দরজা দড়ি দিয়ে বেধে রাখে। আসামি শাহাদাতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং নিজেদের ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারণ করে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে। তারা সকালেই বাসযোগে বরিশাল চলে যায়।
পুলিশ সুপার বলেন, তাদের আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামি গ্রেপ্তার হওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেয়া হয়। ওই সময় বাড়িতে ছিলেন কাফির বাবা, মা, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় তারা ঘরের পেছনের দরজা ভেঙে বের হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরদিন কাফি বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।