পন্য বোঝাই ট্রাক, থ্রি-হুইলারের দাপটে কলাপাড়া পৌর শহরে যানজট
প্রকাশিত : ১০ মার্চ ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। অটো রিকশা ও পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলারের দাপটে যানজটের পরিনত হয়েছে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহর। যেন কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেন না কেউ। এতে একদিকে সড়কে খানা খঁন্দক সৃষ্টি হচ্ছে, অপরদিকে নাগরিকদের দুর্ভোগ বাড়লেও সংশ্লিষ্টরা কোন দৃশ্যমান অ্যাকশন দেখা যাচ্ছে না। জানা গেছে পৌরসভার অনুমোদিত ২০০ রিকশা, ৬০০ মিশুক, ৫০০ অটো রিকশা, ৫০ ইঞ্জিন ভ্যান রয়েছে। বাস্তবে এর সংখ্যা হবে দ্বিগুনের বেশী বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে নারিকদের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে চিরচেনা এ পৌর শহরটির নতুন বাজার, ফলপট্টি, কলেজ রোড, লঞ্চঘাট সড়ক, জুতা পট্টি, মনোহর পট্টি, ওয়াপদা সড়কের দু’পার্শ্বে মোটর সাইকেল, অটো রিকশা, ইঞ্জিন ভ্যান অবৈধ পার্কিং করা রাখছে। এছাড়া ইট, পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলারের অবাধ চলাচলে প্রতিনিয়ত যানজটের পরিনত হচ্ছে পৌর শহরটি। সড়কের তুলনায় যানবাহনের আধিক্য এবং ঘাতক যান থ্রি-হুইলারের অবাধ চলাচলে পায়ে হেঁটে চলাচল করাই অনেক সময় দুস্কর হয়ে পড়ে।
এ বিষয়ে কলাপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, নাগরিকদের দুর্ভোগ লাঘবে পৌরসভা কাজ করছে।