সামাজিক দূরত্ব বজায় রাখতে কলাপাড়ায় ফের সেনাবাহিনীর টহল
প্রকাশিত : ৩১ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ৩১ মার্চ।। সামাজিক দূরত্ব বজায় রাখতে পটুয়াখালীর কলাপাড়ায় সেনাবাহিনীর সদস্যদের ফের টহল শুরু করেছে। মঙ্গলবার দুপুরে তারা দুইটি গাড়ি যোগে পৌর শহরে বিভিন্ন পয়েন্টে টহল দেন। এসময় করোনা ভাইরাস বিস্তার রোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন মুলক মাইকিং করেন।
পরে কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলামের সাথে করোনাভাইরাস বিস্তার রোধে বৈঠক করেন এবং পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেনা সদস্যরা। উল্লেখ্য এর আগেও সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনা সদস্যরা কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মাইকিং ও টহল দিয়েছেন।