কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ছিনতাই
প্রকাশিত : ৬ মার্চ ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘড়ির কাটায় তখন ঠিক ১২ টা ১০ মিনিট বেঝেছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় হঠাৎ এক নারী চিৎকার করে চলন্ত একটি মটরসাইকেলের পিছু পিছু ছুটেছেন। আবার অনেকেই তকে লক্ষ্য করে দৌড়াচ্ছেন। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার দুপুরে দিকে সদর রোড এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ওই নারী মোবাইল ফোনে কথা বলছিলো।
এ সময় একটি মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী দ্রুতগতিতে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই নারী। পরে চোর চোর চিৎকার করে একটি চলন্ত মটরসাইকেলের পিছু ধাওয়া করলেও তাদের ধরা যায়নি। তবে ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনাটি থানা পুলিশকেও জানানো হয়নি।
স্থানীয়দের মতে, কলাপাড়ায় ছিনতাইয়ের ঘটনা খুব একটা দেখা না গেলেও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই বেড়ে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক। অনেকের ধারণা,এরই ধারাবাহিকতায় হয়তো কলাপাড়াতেও কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠছে। তবে দ্রæত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম। সেখানে একটি সিসি ফুটেজে দেখলাম ছিনতাইকারিরা হেলমেট পরিহিত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।