করোনা নামক ভাইরাসে মধ্যভিত্তদের জীবন অচল

প্রকাশিত : ৩১ মার্চ ২০২০

ফরিদ আহমদ শিকদার: বাংলাদেশে যে কোন সমস্যা,দুঃসময়ে মধ্যভিত্তদের জন্য নেমে আসে অঘোষিত কাল মেঘ। এখন করোনা ভাইরাসে তার রুপ নিয়েছে চরম আকারে।মধ্যভিত্তদের বেশিভাগই নেই সরকারি চাকরী, মেধা শ্রম, ছোটখাট ব্যবসা এবং কায়িম শ্রম দিয়ে চলে জীবন।কোন কালে নেই কোন সরকারি অনুদান।

নজর নেই সরকারের, খোজ নেয়না কোন জনপ্রতিনিধি।বর্তমান মহামারীরতে হোম কোয়ারেন্টাইনে থাকা এই মধ্যভিত্তদের জীবন মান এখন দুর্বিষহ হয়ে দাড়িয়েছে। কিভাবে চলবে সংসার আর জীবনের বাকী দিনগুলি।সরকার নিম্ন আয়ের লোকজনের জন্য বিভিন্ন সাহায্যের হাত প্রসার করেছে সাথে ভিত্তবানরাও এর জন সরকারও বিত্তবানদের ধন্যবাদ,

চাকরীজীবিদের জন্য অাছে সরকারের দেয়া চলমান বেতন, কিন্তু মধ্যভিত্তদের জন্য সরকার কি উদ্দোগ নিয়েছে? মধ্যভিত্তদের নিয়ে সরকারের কোন মাথা নেই কেন? এরাকি দেশের কোন নাগরিক না।নাকি মধ্যভিত্তরা সরকারের প্রয়োজনে আসেনা। প্রত্যেকটি মধ্যভিত্তদের দাবী এই করোনা ভাইরাসের মহামারীতে অন্তত একটু সহযোগীতা করে মধ্যভিত্তদের বাঁচার উপায় করুক সরকার।

আপনার মতামত লিখুন :