কলাপাড়ায় লেবু-শশা, কলা-বেগুনের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি
প্রকাশিত : ৫ মার্চ ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে লেবু , শশা, কলা এবং বেগুনের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব পন্য সামগ্রী কিনতে গিয়ে দাম শুনে অনেক ক্রেতারা হাত তুলছেন মাথায়। পৌরশহর সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে গুলোতে একই চিত্র’র কথা জানিয়েছেন ক্রেতারা।
সবজি বাজার ঘুরে দেখা গেছে, লেবু এক সপ্তাহ আগে হালি (৪ পিস) বিক্রি হয়েছিল ২০ টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। শশা কেজি ছিল ৩০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। বেগুন বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে, যা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া কাঁঠালি কলা হালি বিক্রি হতো ২০ টাকায়, যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকায়।
জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পন্যে দ্বিগুনেরও বেশী দাম হওয়ায় অধিকাংশ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য রমজান মাস আসলেই এক শ্রেনীর অসাসু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এর দাম বাড়িয়ে দেয়।
এরশাদ নামে এক ক্রেতা জানান, আমরা গরীব, পরিবার পরিজন নিয়ে রোজা রেখে বাজারে গিয়ে দাম শুনে মাথায় হাত তোলা ছাড়া আর কি উপায়?
বিক্রেতা মো.আখতার হোসেন জানান, মোকাম থেকে অতিরিক্ত দামে কেনা বিধায় বেশী দামেই বিক্রি করতে হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসিন সাদেক জানান, বিষয় গুলো নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে।