কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন শহীদ নুরের স্ত্রী
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা বেগমকে চাকরি দিয়েছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহঃ রাশেদুল ইসলাম। গত ২০ জুলাই পুলিশের গুলিতে ঢাকায় নুর আলম শহীদ হন। তার দুই মাস বয়সী পুত্র সন্তান রয়েছে। সন্তানকে নিয়ে অসহায় খাদিজা বেগম তার স্বামীর ভিটেমাটির আশ্রয়টুকুও হারান।
এ অবস্থায় খাদিজার সাহায্যে এগিয়ে আসেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহঃ রাশেদুল ইসলাম। খাদিজা অষ্টম শ্রেণী পাশ হওয়ায় তাকে অস্থায়ী ভিত্তিতে মেয়েদের হোস্টেলে কাজের ব্যবস্থা করে দিয়েছেন।কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর মুন্সিপাড়া এলাকায় অসহায় কৃষক বাবার বাড়িতে সন্তানকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছিলেন খাদিজা বেগম।
এর মধ্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা, উপজেলা প্রশাসন ও ব্যক্তি পর্যায়ে কেউ কেউ তাকে সাহায্য করেন। কিন্তু খাদিজার দুর্বিষহ জীবন থেকে মুক্তির স্থায়ী কোন ব্যবস্থা হচ্ছিল না। খাদিজার অসহায়ত্বের কথা জানতে পেরে ড. মুহঃ রাশেদুল ইসলাম মঙ্গলবার তাকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন। তার পুত্র সন্তানকে কোলে তুলে নেন। খাদিজার প্রতি তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন।
খাদিজা অষ্টম শ্রেণী পাশ হওয়ায় তাকে অস্থায়ী ভিত্তিতে মেয়েদের হোস্টেলে কাজের ব্যবস্থা করা হয়।
এসময় কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, শিক্ষক দেওয়ান এনামুল হক, শিক্ষক গোলাম মোস্তফা, ডা. বাঁধন উপস্থিত ছিলেন।