জীবন যেখানে
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সোমবার ঘড়ির কাঁটায় বেলা ঠিক সাড়ে ১২ টা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ভূমি অফিসের সামনে উনুনে হাড়ি উঠিয়েছেন ভারসাম্যহীন এক নারী। তেল, লবন, মরিচ হলুদ বলতে কেন কিছুই নেই। অথচ রান্নার জন্য কুড়িয়ে আনা ছোট ছোট দুটি মাছ কেটে পানি দিয়ে পরিষ্কার করছেন।
এর আগে আলু, বেগুন কেটে একটি পত্রে রেখেছেন। এমন দৃশ্য দাঁড়িয়ে দেখছেন অনেকে। আর তারা বলছেন হায়রে জীবন। বেশ কিছুদিন ধরে পৌর শহরে সে ঘোরাফেরা করছে।
প্রতিদিন দুপুরের দিকে ভূমি অফিসের সামনে ইট দিয়ে চুলা তৈরি করে খড়কুটো দিয়ে এভাবেই রান্না করে খুদা নিবারণ করেন এই ভারসাম্যহীন নারী। তবে তার নাম ও পরিচয় কেউ বলতে পারেনি।