সার্টিফিকেট নিতে এসে ইডেনে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট নিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী বৈশাখী আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজে যান তিনি, তবে সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে লালবাগ থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৈশাখী ইডেন কলেজের ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন। মঙ্গলবার তিনি নিজের অনার্সের সার্টিফিকেট নিতে কলেজে যান। এ সময় তাকে চিনে ফেলেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা, যারা পরবর্তীতে তাকে আটক করে। শিক্ষার্থীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৈশাখীকে আটক করে থানায় নিয়ে যায়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনু জানান, ‘বৈশাখীকে আটক করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে, তিনি কলেজে সার্টিফিকেট তুলতে এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে আটক করার পর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ তাকে থানায় নিয়ে আসে।’

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সংগঠনটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন :