কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়ি অগ্নিকান্ড
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ির বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো।
তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসেন বলেন, খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেনি।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নুরুজ্জামান কাফি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিত লাভ করেন। এছাড়া বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি করা তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথাও বলেছেন।