রাজধানীর উত্তর বাড্ডায় করোনা প্রতিরোধে দুঃস্থ ও অসহায় মানুষদের ত্রাণ বিতরণ

প্রকাশিত : ৩১ মার্চ ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তর বাড্ডা ব্যবসায়ী বিপ্লব হোসেন নিজ উদ্যোগে অসহায় দরিদ্র ৩০০ টি পরিবারকে চাউল আলু পিয়াজ বিতরণ করে। গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন। মুন ইম কৃষি বাজার ব্যবসায়ী, বিপ্লব হোসেন নিজ উদ্যোগে অসহায় দরিদ্র ৩০০ টি পরিবারকে চাউল আলু পিয়াজ বিতরণ করে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতকল্পে সরকার দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য মানবিক বিবেচনায় অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এদিকে একই সময় উত্তর বাড্ডা ফুজি টাওয়ার এর সামনে গুলশান থানা কৃষকলীগের সভাপতি মোঃ মনোয়ার হোসেন বাবু,হেলাল উদ্দিন বেপারী, সেক্রেটারি গুলশান থানা কৃষকলীগ ৫৮ টি অসহায় দরিদ্র পরিবারকে চাউল আলু পিয়াজ, সয়াবিন তেল বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :