শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে কয়েকজন আটক
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি জলকামান দিয়ে পানি ছিটিয়েও ছত্রভঙ্গ করতে না পারায় সোমবার দুপুরে তাদের আটক করা হয়। তবে আটকের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
আটকের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। আমরা আন্দোলনকারীদের নিয়ে থানায় রেখেছি। যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর কাউকে গ্রেপ্তার দেখানো হলে পরে জানানো হবে। জানা যায়, লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করার পর আন্দোলনকারীরা আবারও সড়কে অবস্থান নেন। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয়।
আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক’। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে।যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না।
তবে বিকেল সাড়ে ৪টার পর থেকেই পুলিশ সদস্যরা আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সড়ক থেকে তুলে দিতে বল প্রয়োগ শুরু করেন। এ সময় পুলিশ কয়েক দফায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সড়কে বসে থাকা নারী আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি করতেও দেখা গেছে।
বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করেন হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেন।