৫ই আগষ্টের পর বাংলাদেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের পরিবেশ: চরমোনাই আমীর
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমোনাই আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫ই আগষ্টের পর বাংলাদেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের পরিবেশ। ইসলামের সুফল কি তা দেখার জন্য আমরা সবাই একত্রিত হই। সোমবার বিকেল সাড়ে ৪ টায় দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ৭১ থেকে শুরু করে আওয়ামী লীগের কাজ ছিল ভারতকে খুশি করা। বাংলাদেশের কল্যানের জন্য কোন কাজ করে নাই তারা। গোপনে বাংলাদেশের জনগনকে না জানিয়ে বাংলাদেশের ক্ষতি হয় এমন বহু চুক্তি করেছে আওয়ামী লীগ ফেসিস্ট সরকার। তিনি বলেন, ইসলামি আন্দোলন গতানুগতিক রাজনৈতিক কোন দল নয়। যখনই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের গন্ধ পাই, তখনি আমরা লংমার্চসহ আন্দোলন করি। ৫ই আগষ্ট সর্বপ্রথম আমরা ব্যানার নিয়ে ¯েøাগান দিয়ে মাঠে নেমে পড়ি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে কাজ করার জন্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা ও পটুাখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাও.কাজী গোলাম সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো.নজরুল ইসলাম, সহ-সভাপতি হাওলাদার মো.সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মো.আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সদস্য আর আই এম অহিদুজ্জামান।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি এ্যাড.জেড এম কাওছার, মাওলানা মো. নাঈমুলল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মো. জোবায়ের হোসেন,সাংগঠনিক মাওলানা মো.আসাদুজ্জামান ইউসুব প্রমূখ।
সভা সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ মুনিরুল ইসলাম।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থলটি জনসমুদ্রে পরিনত হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাহফিলে অংশগ্রহন করার কথা রয়েছে।