আগৈলঝাড়ায় হতদরিদ্র পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় হতদরিদ্র এক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে বøাড ফাইটার্স অব বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল রোববার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত মান্নান খাঁর স্ত্রী পারুল বেগমকে দুই বান্ডিল ঢেউটিন ও ঘর উত্তোলনের জন্য নগদ অর্থ বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ. রাজ্জাক ফকির ও স্বেচ্ছাসেবী সংগঠন বøাড ফাইটার্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো.সাদ্দাম হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বøাড ফাইটার্স অব বাংলাদেশ’র সদস্য ইতালী প্রবাসী মো. মাইনদ্দিন আকন, সবুজ আকন, রেজাউল হাওলাদার, রবিউল মিয়া, সজল মিয়া প্রমুখ।