সোশ্যাল মিডিয়া ফেসবুকে কাফির “নিখোঁজ বিজ্ঞপ্তি”

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫

সোশ্যাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জমান কাফি বছরের শুরুতেই দুঃসংবাদ দিলেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক নিখোঁজ বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ভেরিফায়েড পেজে দেয়া স্ট্যাটাসে প্রথমে তিনি লেখেন, ‘নিখোঁজ বিজ্ঞপ্তি।’

এরপরই কাফি লিখেছেন, আজকে সিলেট স্টেডিয়ামে বসে আমার মানিব্যাগটি হারিয়ে যায়। মানিব্যাগের মধ্যে কিছু টাকা রয়েছে এবং ব্যাংক কার্ড ও এনআইডি কার্ড রয়েছে। কেউ পেয়ে থাকলে দয়া করে জানাবেন। তিনি আরও লিখেছেন, ‘যতদূর মনে পরে রংপুর জিতে যাওয়ার পর আমি যখন বের হতে ছিলাম, তখন অনেক সেলফি দিতে হয়েছিল। তখন আমার খেয়াল ছিল না; দেন এখন গাড়িতে উঠে দেখি মানিব্যাগ নাই।

এ স্ট্যাটাসের কিছুক্ষণ পরই অবশ্য আরও একটি স্ট্যাটাস দিয়েছেন কাফি। সেখানে অনুরোধ জানিয়ে লিখেছেন, দেখুন আমার পকেটে মানিব্যাগ। এই ভিডিও আমি করেছি বরিশাল হেরে যাওয়ার পর। তখনও আমার পকেটে মানিব্যাগ আছে। এরপর যখন নিচে নামতে ছিলাম, তখন অনেক সেলফি নিয়েছিল আমার ভালোবাসার মানুষজন। আর এই সেলাফির সুযোগে কেউ পকেটে হাত দিয়ে মানিব্যাগটা উঠিয়ে নিয়ে গেল।

তিনি লিখেছেন, ভালোবাসা দিতে গিয়ে মানিব্যাগ হারালাম। যাইহোক এট লিস্ট আমার এনআইডি কার্ডসহ কার্ডগুলো আমাকে ফিরিয়ে দিয়েন। জীবনে এই প্রথম চুরি হলো আমার থেকে। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় আজ একটু বেশিই সেলফি দিতে হয়েছিল। সেলফি দিতে দিতে মানিব্যাগও অন্যের হয়ে গেল।

আপনার মতামত লিখুন :