তারুণ্যের উৎসব: কুয়াকাটার আকাশে অর্ধশতাধিক বর্নিল ফানুস

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। হঠাৎ করে রাতের আকাশে অদূরে তাকালেই মনে হবে অসংখ্য তারার মেলা। আবার মাঝে মধ্যে দুই একটি তারা খসে পড়ছে। আসলে এর কোনোটাই নয়। এগুলো আকাশছোঁয়া রঙ-বেরঙের ফানুস। শনিবার রাতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় রাখাইন কমিনিউটির উদ্যোগে উড়ানো হয়েছে অর্ধশতাধিক বর্নিল ফানুস। এর মধ্যে ২৪ হাত দৈর্ঘের একটি ফানুস রয়েছে।

এসময় আকাশে ঝলমলে আলোর মনোমুগ্ধকর এমন দৃশ্য উপভোগ করেছেন পর্যটক সহ নানা বয়সী মানুষ। তারুণ্যের ফানুস উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম, কলাপাড়া লেডিস্ ক্লাবের সভাপতি মোসা.সুমাইয়া সাইমুন এমা, কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষক ড. শহিদুল ইসলাম শাহিন সহ স্থানীয় রাখাইন কমিনিউটির নেতৃবৃন্দ।

স্থানীয় রাখাইন জানান, সাধারনত এ প্রবারণা পূর্ণিমায় এসব ফানুস উড়ানো হয়। কিন্তু এই প্রথম বারের মত তারুণ্যের উৎসব উপলক্ষে ৫০ টি ফানুস আকাশে উড়ানো হয়েছে। এগুলো দীর্ঘ ১৫ দিন ধরে রং-বেরংয়ের কাগজ এবং বাঁশের কঞ্চি দিয়ে তৈরী করা হয়। এর মধ্যে সবচেয়ে একটি প্যারাসুট ফানুস রয়েছে। এটির দৈর্ঘ প্রায় ২৪ হাত। তবে এক সময় এ এলাকায় ফানুস উৎসব ছিলো ঐতিহ্য। কিন্তু কালের বিবর্তনে ক্রমশই যেন বিলীন হয়ে যাচ্ছে। যাতে রাখাইনদের অতিত ঐতিহ্য হারিয়ে না যায় সে জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষন করেন তারা। আগত পর্যাটকরা মাহিন বলেন, কুয়াকাটায় এসে এই প্রথম আকাশে ফানুস উড়ানো দেখলাম। খুব ভালই লেগেছে। চোখে না দেখলে তা বুঝানো যাবেনা।

স্থানীয় রাখাইন কমিনিউটির নেতা মং বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে এমন আয়োজন করা হয়েছে। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাখাইনদের সম্পৃক্ত করে ফানুস উৎসব করা হয়েছে। এছাড়া তারুণ্যের উৎসব নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মকর্তা বলেন, পর্যটকদের জন্য একটি কৃত্রিম রাখাইনপাড়া স্থাপন করা হবে। যেখান থেকে রাখাইন সম্প্রদায়ের কৃষ্টিকালচার জানতে পারবে পর্যটকরা। মুলত কলাপাড়া কুয়াকাটার ইতিহাস রাখাইদের ইতিহাস বাদ দিলে কোনটা সম্পন্ন নয়। তাই এ অনুষ্ঠান অব্যহত রাখব।

আপনার মতামত লিখুন :