করোনা ভাইরাসের পিপিই পোশাক নিয়ে গলাচিপা-দশমিনায় আগমন
প্রকাশিত : ৩১ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা করোনা ভাইরাসে পিপিই, পোশাক, হ্যান্ড গ্লাস, সাবান, মাস্ক ও হত দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে নির্বাচনী এলাকায় আসছেন।
এ বিষয়ে এসএম শাহজাদা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সোমবার নিজ এলাকায় যাচ্ছি। আমার ঘনিষ্ট বন্ধু গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই এর উদ্দেশ্যে চিন থেকে আনা প্রানঘাতী মহামরি করোনা ভাইরাস প্রতিরোধী কিছু সুরক্ষা সামগ্রী নিয়ে আমার নিজ এলাকায় আসছি।
তিনি আরো বলেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, নার্স, কমিউনিটি ক্লিনিক ও করোনা ভাইরাস প্রতিরোধে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন সকলকে করোনা ভাইরাস প্রতিরোধের পোশাক থেকে শুরু করে সকল সরঞ্জাম দেওয়া হবে। হত দরিদ্রদের মাঝে সাবান, মাস্ক, চাল, ডাল, আলু বিতরণ করা হবে বলে তিনি জানান।