ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোডাউন সহ জিয়ার সমাধিস্থল

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৫

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে ব্যাপক শোডাউন করেছে ছাত্রদল। এ সময় উপস্থিত ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বুধবার সকালে রাজধানীর বিপুল সংখ্যক নেতাকর্মী শোডাউন করে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যান তারা।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনান বলেন, এদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে চায়। কারণ বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। ইতোমধ্যে জনগণ ৩১ দফা সংস্কারের বিষয়বস্তু ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। আমরা চাই আগামীতে একটি সমৃদ্ধ ও সমৃদ্ধশীল বাংলাদেশ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওমর সানি, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, ওলিউদ্দিন ওলিসহ সাংগঠনিক সম্পাদক মো: আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, মো: শামীম আকনসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :