কলাপাড়ায় প্রক্তন শিক্ষার্থীদের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠান

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪

নেচে-গেয়ে মঞ্চ মাতালেন নারী পুলিশ দোলা-
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নেচে-গেয়ে মঞ্চ মাতালেন দোলা নামের এক নারী পুলিশ। খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমকি বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠানে শনিবার রাতে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি সংগীত পরিবেশন করেন। সংগীত শিল্পী এই নারী খুলনা মেট্রোপলিটন পুলিশের এস আই হিসেবে কর্মরত বলে জানা গেছে। একই মঞ্চে সংগীত পরিবেশন করেন লুইপা,মমো,মেঘ মুন্না সহ স্থানীয় শিল্পীর। তাদের একের পর এক কন্ঠের যাদুতে আনন্দ উল্লাসে মেতে ওঠে হাজারো শিক্ষার্থীসহ শ্রোতা-দর্শক।

পুর্নমিলনী উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, নানা আয়োজনের মধ্যে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমকি বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজনের মধ্যদিয়ে ১ম পুর্নমিলনী উদযাপন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাশেদ মোশাররাফ কল্লোল বলেন, এই প্রথম বারের মাতো ব্যাচ ভিক্তিক পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনভর মেতে ছিলাম পুরনো বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাসে। এছাড়া গভীর রাত পর্যন্ত আমন্ত্রিত শিল্পীদের একের পর এক সংগীত উপভোগ করেছেন তারা। অপর এক প্রাক্তন শিক্ষার্থী মো. ইমরান বলেন, ইউটিউবে ওই নারী পুলিশের গান শুনেছি। পুর্নমিলনী অনুষ্ঠানে তাকে দেখলাম এবং গানও শুনলাম। বেশ ভালই লেগেছে।

পুর্নমিলনী উদযাপন পরিষদের সদস্য তায়েব মাইনুদ্দিন তোহা বলেন, সুন্দর ও শান্তিুপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ওই বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১২০০ প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহন করেছে।

পুর্নমিলনী উদযাপন পরিষদের কার্যকরী সদস্য ও প্রচার ও প্রকাশনা কমিটির আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, আমাদের এই বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর পর এই প্রথম পুর্নমিলনী উদযাপন হয়। অনেক পুরানো বন্ধুদের সাথে একত্রিত হতে পেরেছি। এই পুর্নমিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

অনুষ্ঠান পরিচালনা উপ-কমিটির আহবায়ক চঞ্চল সাহা বলেন, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রথম পুনমিলর্নীর অনুষ্ঠানটি এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিটি পর্বে এত সুশৃঙ্খল পরিবেশ অনুষ্ঠানটিকে প্রানবন্ত করেছে।

 

আপনার মতামত লিখুন :