কুয়াকাটায় ধরা পড়ল ৬০কেজি ওজনের পাখি মাছ
প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফ বি রফিকুল ইসলাম নামের একটি ট্রলারের জেলদের জালে ধরা পড়ল ৬০কেজি ওজনের একটি পাখি মাছ। শনিবার সকালে মাছটি কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এসময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ।
মাছটি ১২ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী সাগর। এ জনপদে এ মাছের চাহিদা কম থাকায় মাত্র ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘পাখি মাছ গভীর সমুদ্র থাকে। মাছগুলো উপকূলে সাধারণত কম ধরা পড়ছে।’