মালয়েশিয়ায় প্রবেশ করেছেন মিজানুর রহমান আজহারী
প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪
আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। শনিবার ভোরে বিষয়টি নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেয়া অভিযোগ এখনো দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে।
এ কারণে তাকে প্রাথমিক অবস্থায় আটকে দেয় দেশটির পুলিশ। শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান আলোচিত এ ইসলামি বক্তা। এরপরই তাকে পুলিশের আটকে দেয়ার খবর জানা যায়। সবকিছু শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ২টার পর মিজানুর রহমান আজহারীর ইমিগ্রেশন সম্পন্ন হয়।
এর আগে আজহারীকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী।