পুলিশ সদস্য নিহত: শোকে কাতর গিয়াস উদ্দিনের স্ত্রী-সন্তানেরা

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সহিংসতায় রাজধানীর রায়েরবাগে নিহত পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের (৫৮) বাড়িতে স্বজনদের আহাজারি থামছে না। গতকাল মঙ্গলবার দুপুরে গিয়াসের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যারবাজার ইউনিয়নের মনারবাগ গ্রামে গিয়ে তাঁর স্বজনদের শোকে কাতর দেখা যায়।

গিয়াস উদ্দিন ঢাকা মহানগর পুলিশের নায়েক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার তিনি কোটা সংস্কার দাবিতে আন্দোলনের সময় হামলায় প্রাণ হারান। গিয়াসের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী জেসমিন বেগম তিন ছেলে এক মেয়েকে নিয়ে শোকে কাতর হয়ে আছেন। তাঁর সন্তানেরা বাবার জন্য বারবার কান্নায় ভেঙে পড়ছে।

নিহত ব্যক্তির ভাই গোলজার হোসেন জানান, তাঁর ভাই গিয়াস উদ্দিন ছুটিতে বাড়িতে ছিলেন। শুক্রবার তাঁকে ডিউটিতে যাওয়ার জন্য অফিস থেকে কল করা হলে শুক্রবার সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে সাদা পোশাকে ঢাকায় রওনা হন। পরে রাজধানীর রায়েরবাগ এলাকায় যাওয়ার পর মোটরসাইকেলে পুলিশ লেখা দেখে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।

আপনার মতামত লিখুন :