হযরত আলীর মওলাইয়্যাতের অভিষেক উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ জুন ২০২৪

হযরত আলী আ. এর দ্রুত তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আওলাদে রাসুল (দ.) বাবাভান্ডারীর আওলাদ-শাহ সূফী সৈয়দ সহিদ উদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মা.) বলেছেন, ”ইমাম মওলা আলী (আ.) যার মওলা বা মুরিদ, আমিও তার মওলা, যে আলীকে ভালোবাসে না সে আমাকেও (আল্লাহ) ভালোবাসে না। আর হযরত আলীকে ভালো না বাসা ব্যক্তি দয়াল নবী হযরত মুহাম্মদ সাঃ বা মা ফাতিমাকেও ভালোবাসেন না। এমন দৃঢ় বিশেষন বা প্রেমময় উক্তির মধ্য দিয়েই স্বয়ং আল্লাহ হযরত আলীকে আজকের এই দিনে মওলা আলী হিসেবে অভিষিক্ত করেন।’

শুক্রবার বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলানায়তনে হযরত আলী (আ.) এর মওলাইয়্যাতের অভিষেক উৎসবের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোটকথা আলী প্রেমে মওলা আলীর ভালোবাসায় নিজেকে বিসর্জন দিলে আল্লাহ-নবীর মেহেরবানীর নেক নজর পাওয়া যায় বলেও মন্তব্য করেন শাহ সুফি মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমেদ মাইজভান্ডারী।

মওলাইয়্যাতের অভিষেক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি, তিনিই উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাওলা আলীর গুরুত্ব, তাৎপর্য এবং তাঁর জীবনযাপনের নানা গুণাবলী তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.), গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা বিভাগের সহযোগ অধ্যাপক ডক্টর মুহাম্মদ আহসানুল হাদী, পাক পাঞ্জাতন দরবার শরীফের পীর সাহেব আল্লামা শায়েখ মোস্তাক আহমাদ মুজাহেদী পাঞ্জাতনী, দরবারী পাক কদমিয়া আলিয়ার সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল ক্বদমি, শায়খ আল্লামা এম এ আজিজ, শায়খ আল্লামা মাসুদ রিজভী, শায়ক হাফেজ ক্বারী মাওলানা ফুয়াদ আল মাহদী ফারুকী, শায়খ সৈয়দ মুঈন উদ্দিন ফারুকী, শায়খ আল্লামা নাইমুল ইহসান বারকাতী, শায়খ মঞ্জরুল ইসলাম কাদেরী, খাজা মোহাম্মদ মাসুম, শায়ক আল্লামা নূর মুহাম্মদ ভূঁইয়া, শাহ সারোয়ার মোস্তফা আবুল উলায়ী, হাকিম মওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ, প্রফেসর ড. নূরে আলম মোহাম্মদী, পীরজাদা এম শাকের আলী সাবেরী, ডাক্তার শামসুল আলম চিশতী, সুফি শাহেনশা আল হুসাইনী কাদেরী প্রমুখ।

আপনার মতামত লিখুন :