ডামুড্যায় ছাত্রলীগের উদ্যোগে মাক্স ও সাবান বিতরন

প্রকাশিত : ৩০ মার্চ ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা  প্রতিনিধি: করোনা ভাইরাস একটা মরণব্যাধি আকার ধারণ করেছে। যার থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক পরিধান ও হাত পরিষ্কার  রাখা জরুরি। এরই পরিপ্রেক্ষিতে শরীয়তপুরের ডামুড্যায় ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতায় মাক্স ও সাবান বিতরন করেন।

এ সময়ে ডামুড্যা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ও হাট বাজারে এক হাজার নারী, পুরুষে ও শিশুদের মাঝে উপকরন বিতরন করেন।এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টি,ছাত্রলীগ নেতা এনামুল হক ইমরান, মাহাবুব আলম,রেজাউল, ইমরান হোসেন সবুজ, মিঠু,সাইফুল,নিপু সহ প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, দেশ আজ যে মহামারির মধ্যে আছে সেখানে যুব সমাজের সচেতনতামূলক কাজ করা উচিত বলে মনে আমি মনে করি সেজন্যই ছাত্রলীগের সদস্যরা শরীয়তপুর-৩ আসনের সাংসদ সদস্য নাহিম রাজ্জাকের কথায় অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থপনায় এ কার্যক্রম শুরু করলাম। এখানে সমাজের বিত্তবান ব্যক্তি ও বাজারের বড় ব্যবসায়ীগণ সামিল হলে আমাদের কাজগুলো আরও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি।

 

আপনার মতামত লিখুন :