কলাপাড়ায় তিন বরফকল মালিককে জরিমানা

প্রকাশিত : ৮ জুন ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন করে বাজারজাত করায় তিন বরফকল মালিককে ১৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য অধিদপ্তর।

শুক্রবার রাত ১২ টার পর উপজেলার মৎস্য বন্দর আলীপুর এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বরফকল গুলো হচ্ছে একে আইস প্লান্ট, জমজম আইস প্লান্ট ও ভাই ভাই আইস প্লান্ট। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাছ শিকারের উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারীর সময় বরফ উৎপাদন, বিপনন নিষিদ্ধ থাকা সত্বেও বরফ কল মালিকরা অবৈধ উপায়ে বরফ তৈরী ও সরবরাহ করে যাচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন :