পটুয়াখালী হিমি ক্লিনিক এর সামনে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪
মোঃ মহিউদ্দিন সোহাগ: পটুয়াখালী হিমি ক্লিনিকের এর সামনে রিয়াজুল ইয়ামিন ময়লা ফালাইতে গিয়েএকটি কান্না শোনা যায় ওই ময়লার জায়গায় তার পর ময়লার ভিতরে নবজাতক বাচ্চা দেখে তখন এলাকার লোকজনকে ডাকা হয় রিয়াজুল ময়লার ভিতর থেকে বাচ্চাটা উঠিয়ে বাদল নামে এক লোককে দেয় পুলিশ এসে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তারপর এখনো ওই বাচ্চাটির খোঁজ মেলেনা বাদল নামের এক লোক ওই বাচ্চাটার দায়িত্ব নিল যে আমার কোন ছেলে নেই আছে তিনটা মেয়ে আমার বাচ্চাটা দরকার পুলিশের সাহায্য নিয়ে বাচ্চাটার চিকিৎসা চলতেছে সদর হসপিটালে। পরিশেষে ওই জায়গায় হিমি ক্লিনিকের সামনে কোন আওতাধীন কোন ক্যামেরা বুটিকস নাই তার জন্য কোন খোঁজ খবর এখনো মেলেনি।