আসন ভাগে সমঝোতা হয়নি আজ ফের বৈঠক আ’লীগ-জাপার
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির তৃতীয় দফা বৈঠকেও সমঝোতা হয়নি। ফলে আজ শনিবার সন্ধ্যায় আবারও বৈঠকে বসছে দুই দল। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় বৈঠক করে ক্ষমতাসীন দল ও তাদের সংসদীয় বিরোধী দল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, জাতীয় পার্টির সঙ্গে তাদের আরও বৈঠক হবে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। শনিবার সন্ধ্যায় আমরা আবারও বৈঠকে বসব।
শুক্রবারের বৈঠকে নানক ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু।