পটুয়াখালীর দশমিনায় আগুনে পুড়ে বসতঘর ছাই
প্রকাশিত : ৩০ মার্চ ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের গছানী বজার সংলগ্ন দক্ষিন দাসপাড়া কাচা বাজারের মহিলা মার্কেটের পশ্চিম পাশে ভয়াবহ অগ্নিকান্ডের ১টি বসতঘর ও ২টি আংশিক ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে পাশাপাশি জাকির হোসেনের বসত ঘরের আংশিক ও মোকছেদের দোকানঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই বিষয়ে দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় দু”ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। গনি হাওলাদারের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
ঘটনাস্থল দশমিনা থানা ওসি এসএম জালাল উদ্দিন, উপজেলা আ”লীগের সিনিয়র সভাপতি কাজী আবুল কালাম, বাঁশবাড়িয়া ইউনিয়ান আ”লীগের সভাপতি ও গছানী বাজার বর্নিক সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন, ইউপি সদস্য নিজাম উদ্দিনসহ এলাকায় গন্যমার্নব্যক্তিবর্গ পরিদর্শন করেছেন।