পারমাণবিক জ্বালানি সংরক্ষণের অনুমোদন পেল পরমাণু শক্তি কমিশন

প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য পারমাণবিক জ্বালানি আমদানি, পরিবহণ ও সংরক্ষণের অনুমোদন পেয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনায় এই লাইসেন্স প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ মাইলফলক জ্বালানি আমদানির সক্ষমতা অর্জন করলো।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর নির্দেশনা অনুযায়ী শর্ত পূরণ করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে পারমাণবিক জ্বালানি আমদানি, পরিবহন ও সংরক্ষণের লাইসেন্স প্রদান করে। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :