নওগাঁর আত্রাইয়ে কৃষকলীগ নেতার লাশ উদ্ধার
প্রকাশিত : ২৯ মার্চ ২০২০
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আব্দুর রাজ্জাক (৪৫)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক ১১টায় উপজেলার ভঁর-তেঁতুলিয়া গ্রামের সেভেন স্টার শপিং মলের পার্শ্ব থেকে তার মৃতদেহ (লাশ) উদ্ধার করা হয়। মৃত আব্দুর রাজ্জাক উপজেলা ভঁর-ঁেতুলিয়া গ্রামের নাছের উদ্দিনের পুত্র ও আত্রাই থানা সাবেক স্বেচ্ছা সেবক লীগ বর্তমান আত্রাই কৃষক লীগ অর্থ বিষয়ক সম্পাদক ।
নিহত পরিবার সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক ব্যবসায়ী কাজে বাড়ি থেকে উপজেলায় উদ্যেশে বাহির হয়ে যায়।রাত্রি ১০টায় ভঁর-তেঁতুলিয়া গ্রামের সেভেন স্টার শপিং মলের পার্শ্বে তার মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে আত্রাই থানা পুলিশ রাতেই তার মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে য়ায়।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনার স্থল থেকে তার মৃহদেহ উদ্ধার করে গতকাল রোববার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরন করা হয়। তদন্তের রির্পোট পেলে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ।