পলাতক যুদ্ধাপরাধী মোঃ আব্দুর রশিদ’ গ্রেফতার করেছে র‌্যাব-৩

প্রকাশিত : ১১ জুলাই ২০২৩

সাতক্ষীরা জেলার সদর থানাধীন এলাকা হতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক যুদ্ধাপরাধী মোঃ আব্দুর রশিদ, পিতা-মোঃ সাবান আলী, সাং-পশ্চিম বালিগাঁও, থানা-ধোবাউরা, জেলা-ময়মনসিংহ’কে ১০/০৭/২০২৩ তারিখ ১৯০০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুন্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশে ২০১৯ সালে একটি মামলা রয়েছে যার মামলা নং-০৫/২০১৯। পরবর্তীতে মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।

এরপর থেকেই সে নিজ এলাকা ছেড়ে সাতক্ষীরাতে আত্মগোপনে চলে যায়। যার প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক গতকাল তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :