করোনা প্রতিরোধে সামগ্রী নিয়ে শ্রমজীবীদের পাশে ছাত্রলীগ

প্রকাশিত : ২৯ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার (২৯ মার্চ) সকাল থেকে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রী বিতরণকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আজ ছাত্রলীগ আবার মাঠে নেমেছে। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে গরিব, শ্রমজীবী ও দরিদ্র মানুষদের রক্ষায় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে।

সেসব দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গতকাল (শনিবার) সারারাত ছাত্রলীগের নেতাকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেটা আজ আমরা শ্রমজীবীদের মধ্যে বিতরণ করেছি। দেশের দুর্যোগকালে ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাড়াচ্ছে। সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ রাজধানীর শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, ধানমণ্ডি সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ৫ হাজার মাস্ক, ছাত্রলীগের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরিকৃত ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক ৫ হাজার হ্যান্ড লিফলেট বিলি করে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে গত ২০ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করে এবং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ছাত্রলীগের সকল ইউনিটকে জনসমাগম এড়িয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। এছাড়া আক্রান্ত হয়েছে পৌনে সাত লাখের কাছাকাছি মানুষ। ভয়াবহ এই করোনাভাইরাস চীন থেকে ছড়ালেও এখন এর মহামারীর কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।

শুধুমাত্র ইতালিতেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মেডিকেল টিমের সদস্য রয়েছেন ৫১ জন। গতকাল একদিনেই মারা গেছেন ৮৮৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। এছাড়া স্পেনে মারা গেছে ৫ হাজারের বেশি মানুষ। তবে আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। এছাড়া পাকিস্তানে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫শ ছাড়িয়েছে। মারা গেছেন ১২ জন। এছাড়া বাংলাদেশ ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮ জন।

 

আপনার মতামত লিখুন :