গলাচিপায় কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের জন্য উপহার: ওসি আখতার মোর্শেদ

প্রকাশিত : ২৯ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ৪০ জন ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের বই উপহার দিলেন গলাচিপা থানা পুলিশ। শনিবার বিকাল ৩ টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের জন্য গলাচিপা থানা ওসির পক্ষ থেকে উপহার সামগ্রী পৌছে দেয় গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের জন্য পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী পাঠানো হচ্ছে। ৪০ জনের কাছে উপহার সামগ্রী পাঠানো হয়। পুলিশ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির থাকা উপহার পৌছে দেওয়ার সাথে সাথে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করছে পুলিশ।

বিদেশ থেকে আসা ব্যক্তিরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকে যেন একাকীত্ববোধ না করেন এ জন্যই আমাদের এ উদ্যোগ বলে জানান ওসি আখতার মোর্শেদ।

 

আপনার মতামত লিখুন :