করোনায় স্প্রে হাতে পথে পথে আ.লীগ নেতা, সর্বত্রই প্রসংশা
প্রকাশিত : ২৯ মার্চ ২০২০
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই জনতার পাশে রয়েছেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বগুড়ার নন্দীগ্রামে শহর থেকে বাজার সহ গ্রামে গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম করছেন তিনি। করোনায় ভিড় এড়ানোর জন্য দলীয় (আওয়ামীলীগ) নেতাকর্মীদের সাথে নিচ্ছেন না।
অসহায় ও দিনমজুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়া সহ করোনা থেকে সুরক্ষায় লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম চালাচ্ছেন এলএলবি রানা। করোনায় আতঙ্ক নয়, জনসাধারণকে সচেতন করার প্রচেষ্টা চালাচ্ছেন। এরসাথে জীবাণুনাশক (হ্যান্ড স্যানিটাইজার) দিয়ে রাস্তায় চলাচলরত সিএনজি, ভ্যান-রিকশা ও চালক-পথচারিদের স্প্রে করছেন নিজেই। তবে করোনায় সাধারণ জনগণের কল্যাণে সেবামূলক কার্যক্রম সবশ্রেণির মানুষের কাছে এলএলবি রানা প্রসংশায় সিক্ত হচ্ছেন। জনতার প্রসংশায় মানবসেবামূলক কার্যক্রমের গতিও বেড়েছে।
এলএলবি রানার সঙ্গে মাঠে রয়েছেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ ব্যক্তিগত কয়েকজন স্টাফ। জনসেবামুলক কার্যক্রমে দলমত নির্বশেষে জনতার প্রসংশায় এলএলবি রানা। নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারের সকল দিকনির্দেশনা মেনে চলতে নিজেই মাইকিং করছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। গতকাল শনিবার (২৮ মার্চ) উপজেলা সদরে সিএনজি ও ভ্যান-রিকশা সহ চালক-পথচারিদের জীবাণুনাশক স্প্রে দেয়ার প্রাক্কালে জনতার উদ্দেশে এলএলবি রানা বলেন, ঘরে থাকুন। সরকারের নির্দেশনা মেনে চলুন। জননেত্রী শেখ হাসিনা জনগণের খবর রাখছেন সবসময়।
আপনাদের মঙ্গলের জন্যই প্রশাসন মাঠে রয়েছে, আমিও পাশে আছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। পরিস্কার থাকুন, পরিচ্ছন্ন পরিবেশে থাকুন। করোনায় আতঙ্ক নয়, নিজে সচেতন হোন এবং প্রতিবেশীকে সচেতন করুন। সচেতনতায় ফিরবে মুক্তি। সিএনজি চালক শাহাদত, হাবিব ও ভ্যান চালক রশিদ সহ পৌর শহরে উপস্থিত অনেকেই সাংবাদিকদের বলেন, এলএলবি রানা সবসময় খেটে খাওয়া মানুষের খবর রাখেন। বিপদে পাশে থাকেন, তিনি আজীবন জনসেবায় থাকুক, এটাই আমাদের চাওয়া।